একটি শীতের সকালের মিষ্টি প্রেম কাহেনী
মোঃমাহাতাব বিন মিন্টু
সকাল সকাল ক্লাসে যেতে কি মজা লাগে
কারও।তবুও আবার শীতের কালে।শত কষ্ট হলেও যেতে হবে কেননা আজ ক্লাসে গুরুত্বপূর্ন
একটা ক্লাস আছে।ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। ৯ টা বাজে আজ কি রাস্তা ঘাটে লোকজন কম
নাকি? বাস-স্ট্যান্ডে যেতেই দেখি বোরকা
পরা এক রমনী দারিয়ে আছে।বাসের জন্য অপেক্ষা করছি।মেয়েটার সাথে বার বার চোখ পরে
যাচ্ছে।যাই হোক বাস এসে পরল উঠে পরলাম বাসে মেয়েটাও উঠল।কেন জানি মেয়েটাকে বার বার
দেখতে মন চাচ্ছে।কিছুক্ষনের মধ্যে আমার গন্তব্য চলে এলাম।ক্লাসেও মন বসছে না এত
একটা ইমপোর্টেন্ট একটা ক্লাসে মন বসাতে পারলাম
না।বাসায় ফিরে আসলাম।রাতে শুধু মনে হচ্ছে কাল কি তার দেখা পাব?কি জানি ? এটা ভাবতে
ভাবতে ঘুমিয়ে পরলাম।সকালে এক ধীর বিশ্বাস নিয়ে বাস-স্ট্যান্ডে
গেলাম।গিয়ে দেখি আজও সেই মেয়ে আজব তো
মনের কথার সাথে দেখি মিলে গেছে।তাহলে কি আমার ঘন্টা বেজে
গেছে?আজও তাকে দেখছি তবুও জানি কেন মনে হচ্ছে তাকে যদি সবসময় দেখতে পারতাম।ওর
মুখটা কখনো দেখতে পারিনি শুধু চোখ ছাড়া।পরের দিন এর কথা বাস-স্ট্যান্ডে গেলাম দেখি
ও নাই ওর জায়গায় বাংলার নায়িকাদের পেছনে ফেলবে মডেলিং এক কন্যা।দেখে মেজাজটা যে কি
খারাপ লাগছে।যাই হোক কন্ট্রল করলাম।দেখি মেয়েটা
আমার দিকে আসছে।আরে আমার কাছে আসছে কেন?
এই যে ভাইয়া একটু শুনবেন আপনি কোথায় যাবেন
জানতে পারি?
আমি ভাবলাম হাইজাকার হতে পারে কেননা আজকাল
মেয়েদের বিশ্বাস নেই।
আমি ভদ্রভাবেই বললাম বনানীতে যাব।
ও আচ্ছা আমিও তো যাব ভাইয়া ঐখানে
আমার ক্লাসে ।
কি করেন আপনি মেয়েটা জিজ্ঞাসা করল আমাকে?
মেজাজটা যে আর কন্ট্রল করতে পারলাম না বলেই
ফেললামশ আপনার কি আমার
করা নিয়ে নিয়ে। আপনার সমস্যা কি?
দেখলাম মেয়েটা কেদেই দিল ।আর সেখান থেকে
চলে গেল।
নিজের প্রতি খুব খারাপ লাগল।কি দরকার ছিল
বকা দেওয়ার।
পরের দিন আবার মেয়ে
দুটোকে খুজতে আসলাম।খুব খারাপ লাগল কাউ কে না পেয়ে ক্লাসে না গিয়ে বাসায় চলে
আসলাম।
প্রায় ১ মাস হয়ে গেল
কারো দেখা পেতাম না
একদিন দেখি সেই বোরকা পরা মেয়েটি।আমার
প্রেমের থামা ঘড়িতে মনে হয় কে জানি ১০০০ বোল্টের ব্যাটারি লাগিয়ে দিছে। কথা বলব কি
না বলব এটা ভেবে একসময় সম্পন পড়তে এখানে ক্লিক করুন
nice
ReplyDelete